Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

·        ইপিআই, ভিটামিন এ ক্যাপসুল, কৃমির বড়ি, যক্ষা,, কুষ্ট, মা ও শিশুর টিকাদান, কমিউনিটি ক্লিনিক

          সেবা, এইচ এন্ড এফডাবিস্নউসির মাধ্যমে পরিবার পরিকল্পনা ও প্রসুতি সেবা।

·        বর্হিবিভাগের মাধ্যমে যক্ষা, কুষ্ট  ও আসের্নিনিকোসিস রোগীর বিনামুল্যে পরার্মশ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

·        মাঠ পর্যায়ে ৬৪৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে নিয়মিত বিনামুল্যে মা ও শিশুদের টিকা দেয়া হয়।

·        এ পর্যমত্ম ৬৩টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬০০০জন রোগীর প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।

·        এছাড়াও মাঠ কর্মীরা বাড়ী বাড়ী অনুসন্ধানের মাধ্যমে ডায়রিয়া সর্দি কাশি, নিাুমোনিয়া ও অপুষ্টির চিকিৎসা সেবা ও পরার্মশ দিয়ে থাকেন।

·        মাঠ কর্মীদের মাধ্যমে আসে©র্নকোসিস রোগী সনাক্তকরন, যক্ষা, কুষ্ট রোগীর অনুসন্ধান, ইনজুরি প্রতিরোধ ও অসংক্রামক রোগ প্রতিরোধ কর্মকান্ড চলমান আছে।

·        মাঠ কর্মীদের মাধ্যমে বছরে দুইবার বিনা মুল্যে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমির বড়ি খাওয়ানো হয়।

·        খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা । ভেজালকারীর বিরুদ্দে আইনে মামরা দায়ের করা।

·        ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করা।

·        খাদ্য প্রতিষ্টানে লাইসেন্স পরিদর্শন করা, লাইসেন্সহীন মালিকের বিরুদ্ধে বিশুদ্ধ আইনের ২১ (১) (২) ধারায় মামলা দায়ের করা।

·        খাদ্য সুরক্ষার স্যানিটেশন ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

·        সংক্রামক রোহ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া।